[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

সেবা পেতে অনৈতিক লেনদেনের মানসিকতা বন্ধ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১০ ৪:৩৯:৫৫ এএম
বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি।  ছবি: সোহেল সরওয়ার

বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

রোববার (১০ জুন) নগরের একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, মামলার দীর্ঘসূত্রতা হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর পারস্পরিক বিরোধ সহজে নিষ্পত্তি করতে সরকার গ্রাম আদালত গঠন করেছে। এর সুফল পেতে জনসচেতনতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীরাই জনসচেতনতার এ কাজটি সবচেয়ে ভালো করতে পারেন।

তিনি বলেন, বিচার চাওয়ার আগে আমাদের নিজেদের নীতি নৈতিকতা ঠিক করতে হবে। সেবা পেতে অনৈতিক লেনদেন করার মানসিকতা বন্ধ করতে হবে। তবেই বিচারের সুফল মিলবে।

সভায় গ্রাম আদালত, প্রকল্পের প্রচার বিষয়ক কর্মকাণ্ড ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস।

বক্তব্য দেন কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, সবুর শুভ, মিঠুন চৌধুরী ও প্রীতম দাশ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমআর/টিসি

 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache