ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দস্তগীর হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৮
দস্তগীর হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাদ্যপণ্য উৎপাদন করায় দস্তগীর হোটেলকে জরিমানা করা হয়

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাদ্যপণ্য উৎপাদন, কাঁচা  মাছ-মাং‌সের সঙ্গে অর্ধরান্না খাবার সংরক্ষণ করায় নগরের কোতোয়ালী থানার মোমিন রোডের দস্তগীর হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক বিকাশ চন্দ্র দাস মঙ্গলবার (২৯ মে) তদার‌কিমূলক কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করেন।

অ‌ধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার কর্তৃক বন্দর থানাধীন সল্টগোলা রেল ক্রসিং এলাকায় তদার‌কিমূলক কার্যক্রম প‌রিচা‌লিত হয়।

মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হক জেনারেল  স্টোরকে ৪ হাজার, ক্যাফে শুক্কুরকে নোংরা প‌রি‌বে‌শে ইফতার সাম‌গ্রী তৈরি করায় ২০ হাজার এবং ক্যাফে আল আজমিরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বা‌সি গ্রিল্ড চি‌কেন কাঁচা মাংসের সঙ্গে!

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।