ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানী চট্টগ্রামে আসছেন 

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানী চট্টগ্রামে আসছেন  সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানী

চট্টগ্রাম: চট্টগ্রামে আসছেন বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা:) এর বংশধর সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানী। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিশেষ আমন্ত্রনে বুধবার (৩০ মে) বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে তাঁর।

চট্টগ্রামে এসে বৃহস্পতিবার (৩১ মে) পিএইচপি ফ্যামিলি আয়েজিত দুটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মাহফিল শেষে পরদিন শুক্রবার (১ জুন) শ্রীলংকার কলম্বো শহরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

সৈয়দ শেখ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী ইরাকের বাগদাদ শহরে জিলানী পরিবারের ১৯ তম বংশধর এবং মহানবী হযরত মুহম্মদ (সা:) এর ৩৩তম বংশধর হিসেবে জন্মগ্রহন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক স্কলার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।

বাংলাদেশ সময়: ১৫:৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad