ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের তৈরি পোশাক কারখানায় আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সীতাকুণ্ডের তৈরি পোশাক কারখানায় আগুন সীতাকুণ্ডে তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ও বাঁশবাড়িয়ার মধ্যবর্তী এলাকার মামুন চৌধুরীর মালিকানাধীন লয়েল নিটিং নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

মঙ্গলবার (২৯ মে) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর মধ্যে কুমিরার ২টি, সীতাকুণ্ডের ১টি, আগ্রাবাদের ৪টি, বন্দরের ১টি, বায়েজিদ স্টেশনের ১টি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের পর পর ওই পোশাক কারখানার আশপাশে থানা পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক শিল্পপুলিশও মোতায়েন করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।