[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

১২ লাখ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-২৩ ৯:৪৪:১০ এএম
সিআরবি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক দুই ছিনতাইকারী

সিআরবি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক দুই ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ১২ লাখ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুইটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ মে) সন্ধ্যায় কাউসার আহমেদ জসিম (২৫) ও আবদুল্লাহ আল নোমান (২৮) নামের এ দুই ছিনতাইকারীকে আটক করেন উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, কুমিল্লার কৃষ্ণপুরের মো. হানিফ মিয়ার ছেলে জসিম ও তার বন্ধু নোমান সিআরবির জিএম বাংলোর নিচে অপেক্ষা করছিল এক ব্যবসায়ীর ১২ লাখ টাকার ছিনতাইয়ের জন্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তল্লাশির সময় জসিমের কাছে একটি পিস্তল এবং নোমানের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি এলজি পাওয়া যায়।

আটক দুইজনের সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি মহসিন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এআর/টিসি

 

 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache