[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে নামলো ২ ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-২৩ ২:৫৮:৪৭ এএম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে দু’টি ফ্লাইট।

বুধবার (২৩ মে) বেলা ১১টার দিকে দাম্মাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট (৭৫৬) শাহজালালে নামতে না পেরে শাহ আমানতে এসে অবতরণ করে। প্রায় একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে যাওয়া ফ্লাইট (১৪৮) শাহজালালে নামতে ব্যর্থ হয়ে শাহ আমানতেই ফেরত আসে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান বাংলানিউজকে বলেন, রিজেন্টের ওই আন্তর্জাতিক ফ্লাইট এবং বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটটি শাহজালালে অবতরণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানতে অবতরণ করেছে। এক ঘণ্টা পর শাহজালালের আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট দু’টি শাহ আমানত থেকে ঢাকার দিকে উড়ে যায়।      

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache