ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাল্বের প্যাকেটে ৬৫ হাজার ইয়াবা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
বাল্বের প্যাকেটে ৬৫ হাজার ইয়াবা, গ্রেফতার ২ ৬৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

চট্টগ্রাম: বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মে) বিকেলে বাঁশখালী-পেকুয়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার অরিবিন্দু দে’র ছেলে পরিধন দে (২৩) ও একই উপজেলার মহাজনপাড়ার মকবুল আহমদের ছেলে আবু সৈয়দ (৪০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন হীরা বাংলানিউজকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান চলছে।

অভিযানের অংশ হিসেবে বাল্বের প্যাকেটে বিশেষ কৌশলে পাচার করার সময় ৬৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে এনে পেকুয়া, বাঁশখালী হয়ে এসব ইয়াবা তারা বিক্রির জন্য চট্টগ্রামে পাচার করছিলো।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২২, ২০১৮

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।