ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেলাই মেশিন পেলেন সেই নার্গিস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ২১, ২০১৮
সেলাই মেশিন পেলেন সেই নার্গিস! ‘ডী স্প্রাখে’ কার্যালয়ে জয়ন্ত চৌধুরী নার্গিসের হাতে সেলাই মেশিন তুলে দেন।

চট্টগ্রাম: নারী শ্রমিক নার্গিস বেগমের (৪০) পাশে দাঁড়িয়েছে জার্মান ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ডী স্প্রাখে’।তাকে সেলাই মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে স্বাবলম্বী করে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক জয়ন্ত চৌধুরী।

গত ১ মে সকাল ১০টায় ‘তিন মাসের বাচ্চা পেটে নিয়ে ঢালাইয়ের কাজ করেছি’ শিরোনামে বাংলানিউজে নার্গিসকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ১৯ মিনিটের মাথায় জয়ন্ত চৌধুরী টেলিফোন করে সাহায্যের কথা জানিয়েছিলেন।

সোমবার (২১ মে) সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানার জামালখান সড়কে অবস্থিত ‘ডী স্প্রাখে’ কার্যালয়ে জয়ন্ত চৌধুরী নার্গিসের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীও উপস্থিত ছিলেন।  

জয়ন্ত চৌধুরী এসময় নার্গিসকে স্বাবলম্বী হয়ে একজন অসচ্ছল মানুষকে সাহায্য করার জন্য অনুরোধ জানান।

বাংলানিউজকে জয়ন্ত চৌধুরী বলেন, ‘নার্গিসের পছন্দের সেলাই মেশিন দিয়েছি। আশা করি নার্গিসকে আর ঢালাইয়ের কাজ করতে হবে না। নিজে স্বাবলম্বী হয়ে পরিবারকে সে দেখতে পারবে। ’

‘এটির পুরো কৃতিত্ব বাংলানিউজের। অনলাইন নিউজ পোর্টালটির কল্যাণে এ রকম সংগ্রামী একজন নারীকে সাহায্য করতে পেরেছি। ’ যোগ করেন জয়ন্ত চৌধুরী।

সেলাই মেশিন পাওয়ার পর নার্গিস বেগম জয়ন্ত চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি স্বাবলম্বী হয়ে অন্য একজন অসচ্ছল মানুষকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

নার্গিস বাংলানিউজকে বলেন, ‘আশা করি সেলাই মেশিনের মাধ্যমে আমার রোজগারের চাকা ঘুরবে। আগেও সেলাইয়ের কাজ করেছি। তাই এ কাজটি আমার কঠিন হবে না। ’
‘বাংলানিউজকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মতো খেটে খাওয়া মানুষকে নিয়ে প্রতিবেদন করার জন্য। আমাকে নিয়ে বাংলানিউজে প্রতিবেদন করায় স্বাবলম্বী হওয়ার লড়াই করার সুযোগ পেয়েছি। ’ বললেন নার্গিস বেগম।

তিন মাসের বাচ্চা পেটে নিয়ে ঢালাইয়ের কাজ করেছি

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ২১, ২০১৮
জেই্উ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।