ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামকে বিশ্বে তুলে ধরছে রেডিসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
চট্টগ্রামকে বিশ্বে তুলে ধরছে রেডিসন রেডিসনের মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড’র সঙ্গে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আতিথেয়তা-সেবাকে বিশ্বের কাছে ইতিবাচক ভাবে তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড’স। 
 

রোববার (২০ মে) বিকেলে রেডিসনের মোহনা বলরুমে বিশিষ্ট সাংবাদিকদের সম্মানে ‘দাওয়াত-ই- ইফতার’ শীর্ষক আয়োজনে তিনি এ মন্তব্য করেন।  

ইফতারে অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি মনজুরুল কাদের মঞ্জু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ওমর কায়সার, ডেইজী মউদুদ, হাসান আকবর, সালাউদ্দিন মো. রেজা, ভূঁইয়া নজরুল প্রমুখ।

 

রবিন এডওয়ার্ড’স বলেন, গ্রাহকের প্রতিটি মুহূর্তই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বমানের সেবা দিয়ে সাফল্যের তিন বছর শেষে চার বছরে পা রেখেছে রেডিসন ব্লু।

রেডিসনের এ অগ্রযাত্রায় গণমাধ্যম সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমাদের সব অর্জনের অবিচ্ছেদ্য অংশ তারা।

রেডিসনের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) একেএম আখতারুজ্জামান বলেন, পাঁচতারকা হোটেলের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে নগরবাসীকে আরও সহজে পরিচয় করিয়ে দিতে নামমাত্র মূল্যে বিশ্বমানের সেবা দিচ্ছে রেডিসন।

তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যকে গুরুত্ব না দিয়ে গ্রাহকদের আরও ভালো সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রেডিসন কর্তৃপক্ষ বরাবরই প্রমাণ করতে চায়- হ্যাঁ, আমরা পারি!

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
এআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।