ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসার নিয়ন্ত্রণ কক্ষ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মে ২০, ২০১৮
নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসার নিয়ন্ত্রণ কক্ষ

চট্টগ্রাম: রমজানে নগরে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের জন্য তিনটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম ওয়াসা।

নিয়ন্ত্রণ কক্ষ তিনটি হলো: দামপাড়া প্রধান কার্যালয় (০৩১-৬১৬৫৯২), আগ্রাবাদ মড-১ (০৩১-৭২৪৮৭৫) এবং জুবিলি রোড (০৩১-৬১৬৭৬৮)।

রমজানে পানি সরবরাহ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে এসব নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

একই সঙ্গে পানির অপচয় ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার থেকে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহের কাজে সহযোগিতার অনুরোধও জানিয়েছে ওয়াসা।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।