ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জিইসি মোড়ে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৮
জিইসি মোড়ে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত জিইসি মোড়ে ট্রাকচাপায় নিহত আবদুল জলিল (৫০)

চট্টগ্রাম: নগরের জিইসি মোড়ে ট্রাকচাপায় বেসরকারি জননী সিকিউরিটিজের নিরাপত্তাকর্মী আবদুল জলিল (৫০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বাংলানিউজকে জানান, দ্রুতগামী ট্রাকটির চাকা ওই নিরাপত্তাকর্মীর গলার ওপর দিয়ে চলে গেছে।

  ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফ্লাইওভার নির্মাণে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের সিকিউরিটি অফিসার এমকে রায় বাংলানিউজকে জানান, সাদিয়া’স কিচেনের সামনে নোয়াখালী-শ ১১-০০২৭ নম্বরের ট্রাকের নিচে চাপা পড়ে জয়নাল আবেদিন নামে ওই সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।

 তিনি জননী সিকিউরিটিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ম্যাক্সের অধীনে কাজ করতেন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।