ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ নিহতদের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৮
র‌্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ নিহতদের পরিচয় মিলেছে বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই মাদক বিক্রেতা নিহত

চট্টগ্রাম: নগরের বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিহত দুই মাদক বিক্রেতার পরিচয় মিলেছে।

তারা হলেন পটিয়া উপজেলার আমজুরহাট এলাকার আলম সওদাগরের বাড়ির মৃত সামশুল আলমের ছেলে হাবিবুর রহমান প্রকাশ মোটা হাবিব (৪২) ও কুমিল্লার বুড়িরচং এলাকার হোসেন মিয়ার ছেলে মো. মোশাররফ (২২)।

মোটা হাবিবের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১২টির বেশি মাদক মামলা রয়েছে বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৭ মে) রাতে নগরের মাদকের আখড়া হিসেবে পরিচিত চট্টগ্রাম রেল স্টেশনসংলগ্ন আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৪০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ৬ বোতল বিদেশি মদ, ৫ ক্যান বিদেশি বিয়ার, ৫০০ গ্রাম গাঁজা, ১টি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, ২টি ওয়ান শ্যুটারগান, ১টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪ রাউন্ড খালি খোসা ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় বলে জানান মিমতানুর রহমান।

র‌্যাবের সঙ্গে মাদক বিক্রেতাদের 'গুলি বিনিময়ে' নিহত ২

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।