ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ১৮, ২০১৮
বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) দিনগত রাত দুইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ হারুণ বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি পানিবাহী গাড়ি পাঠানো হয়।

সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে তিনজন মালিকের দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের হিসাবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।