ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ১৬, ২০১৮
প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে মতবিনিময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে অংশীজন ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (দুপুরে) নগরের সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সব দপ্তর নিয়মিত কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এর সহজ দৃষ্টান্ত ৯৯৯ এবং ৩৩৩ সার্ভিস।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার একেএম আজিজুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ইমরান ভূঁইয়া, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন আলোচনা করেন।  

সভায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নকারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, বিনিয়োগ বিকাশ বিষয়ে চট্টগ্রাম বিভাগের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নকারী বিআরডিবি চট্টগ্রামের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, শিক্ষা সহায়তা কর্মসূচি উদ্যোগ বাস্তবায়নকারী চট্টগ্রামের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্ত‍া মো. জাহাঙ্গীর আলম, একই উদ্যোগের প্রাথমিক শিক্ষা বিভাগের মো. জাহিদুল ইসলাম, নারীর ক্ষমতায়ন বিষয়ে পটিয়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, ঘরে ঘরে বিদ্যুৎ উদ্যোগ বাস্তবায়নকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য উদ্যোগ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, সামাজিক নিরাপত্তা বিষয়ে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ওমর ফারুক, পরিবেশ সুরক্ষা বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা প্রকল্পগুলোর এ পর্যন্ত জাতীয় পর্যায়ের ও চট্টগ্রাম জেলার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে জনসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।