ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৪১ ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন মনজুর আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৮
৪১ ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন মনজুর আলম সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র মনজুর আলম

চট্টগ্রাম: নগরের ৪১টি ওয়ার্ডের ৪০ হাজার দুস্থ ও গরিবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে সম্পন্ন হলো মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ বছরের কার্যক্রম।

গত ১০ মে থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মনজুর আলম ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। বুধবার (১৬ মে) সিটি গেটের মোস্তফা হাকিম বাগান বাড়িতে ৫ হাজার দরিদ্র ও ভিক্ষুককে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করেন।

২৪ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতিবছর রমজানের আগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মনজুর আলম বলেন, বাবা-মার পছন্দের কাজ মানবসেবা।

তাদের সমাজসেবাকে ধরে রাখতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয় মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গরিব, অসহায় ও দুস্থদের সহযোগিতা করাই হচ্ছে এ ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য। শুধু চট্টগ্রাম শহর নয়, এ ফাউন্ডেশন কাজ করছে চট্টগ্রামের বাইরে গ্রামেও।

তিনি বলেন, মা-বাবা মানুষকে ভালোবাসতেন। সব ধর্মের মানুষকেই সমানভাবে সহযোগিতা করতেন। তাই আসন্ন পবিত্র রমজান উপলক্ষে গরিবদের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ করে আসছি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad