ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ‘হ্যামলেট টু হায়দার’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ১৬, ২০১৮
সিআইইউতে ‘হ্যামলেট টু হায়দার’ শীর্ষক সেমিনার সিআইইউতে ‘ফ্রম হ্যামলেট টু হায়দার: দ্যা এক্সিসটেনশিয়াল এনগুইস অফ দ্যা ইন্ডিভিজুয়াল আন্ডার স্টেট স্যারভেলান্স’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ফ্রম হ্যামলেট টু হায়দার: দ্যা এক্সিসটেনশিয়াল এনগুইস অফ দ্যা ইন্ডিভিজুয়াল আন্ডার স্টেট স্যারভেলান্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘চারশ বছরের পুরনো শেক্সপিয়ারের মর্মবাণী বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক।

তার অমর সৃষ্টি সাহিত্য সম্পর্কে জানতে আরও বেশি সেমিনার আয়োজন করা উচিত। ’

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রিফাত তাসনিমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন শাকিলা মোস্তাক, আশিকুর রহমান, লিমা সেন গুপ্ত, উম্মে হানি পিংকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৮

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।