[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

গ্রাহকের কাছে ওয়াসার পাওনা ৭৫ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ৫:০১:৫৮ এএম
চট্টগ্রাম ওয়াসা আয়োজিত গ্রাহক সমাবেশ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম ওয়াসা আয়োজিত গ্রাহক সমাবেশ। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: গ্রাহকের কাছে চট্টগ্রাম ওয়াসার ৭৫ কোটি টাকা পাওনা আছে বলে জানিয়েছেন সংস্থাটির বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযুষ দত্ত। সোমবার (১৪ মে) দুপুরে নগরের আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত গ্রাহক সমাবেশে তিনি এসব তথ্য জানান।   

সমাবেশে ড. পীযুষ দত্ত বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় প্রায় ৬৫ হাজার গ্রাহক রয়েছে। এরমধ্যে ১৫ হাজার গ্রাহক 'মিনিমাম বিল' প্রদান করেন। ১ হাজার লিটার পানি উৎপাদনে যেখানে আমাদের ১৬ টাকা খরচ হয়, সেখানে ভর্তুকি দিয়ে সাড়ে ৯ টাকায় আমরা গ্রাহক পর্যায়ে তা বিক্রি করছি। এরপরেও বিল বকেয়া রাখা দুঃখজনক।

তিনি বলেন, গ্রাহক হয়রানিরোধে ওয়াসার সেবা কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হয়েছে। ক্যাশ পেমেন্টের পরিবর্তে ব্যাংক পেমেন্ট চালু করা হয়েছে।

'অ্যাভারেজ বিল' বন্ধ করতে ওয়াসার ওয়েবসাইটেও প্রত্যেক গ্রাহকের বিল দেওয়া হচ্ছে। এরপরেও কোন সমস্যা হলে অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগ করেন পীযুষ দত্ত।

গ্রাহক সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক নুরুল আবছার, বোর্ড মেম্বার তপন চক্রবর্তী, সোলেমান আলম শেঠ, আবিদা আজাদ, কবীর আহমেদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘন্টা, ১৪ মে, ২০১৮

এমআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa