ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৮
চট্টগ্রামে কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবার বৃহত্তর চট্টগ্রামের 'সি অঞ্চল' থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ পদপ্রার্থী।

চট্টগ্রাম: আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৪ মে) সকাল ১০টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বার কাউন্সিল নির্বাচনে এবার বৃহত্তর চট্টগ্রামের 'সি অঞ্চল' থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ পদপ্রার্থী।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে বার কাউন্সিলের বর্তমান সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনিত অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর ও সচেতন আইনজীবী সমাজ মনোনিত অ্যাডভোকেট ফেরদৌছ আহমদ।

সি অঞ্চলের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অর্থঋণ আদালতের বিচারক মো. আবু হান্নান।

এবার বৃহত্তর চট্টগ্রামের (সি অঞ্চল) ৫ হাজার ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।