ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে দর্শকদের ভিড়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে দর্শকদের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণ সরাসরি দেখতে নগরের জিইসি মোড় ও সার্কিট হাউসে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে।

উৎক্ষেপণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ জন্য সার্কিট হাউস ও জিইসি মোড়ে দুটি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা বসানো হয়েছে।

জিইসি মোড়ের জনতা ব্যাংকের সামনে বসানো বড় পর্দার সামনে উৎক্ষেপণ অনুষ্ঠান দেখতে অপেক্ষা করছিলেন রফিকুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ইতিহাসের অংশ হতে যাচ্ছে। সেই ইতিহাসের সাক্ষী হতে স্যাটেলাইট উৎক্ষেপণের অনুষ্ঠান সরাসরি দেখতে চলে এসেছি।

এখানে দায়িত্বে থাকা খুলশি থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বাংলানিউজকে বলেন, 'বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ সরাসরি সম্প্রচার নির্বিঘ্নে রাখতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে। পর্দার পাশের রাস্তার এক অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সার্কিট হাউস এলাকায়ও বড় পর্দার সামনে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে থাকা ফারহান কবির নামের এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, 'বাংলাদেশ একটু পরেই নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে। একজন বাঙ্গালী হিসেবে বিষয়টি আমাদের জন্য গৌরবের। তাই সরাসরি দেখতে এখানে চলে এসেছি।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমআর/জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।