ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখাবে প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখাবে প্রশাসন বঙ্গবন্ধু স্যাটেলাইট

চট্টগ্রাম: দেশ ও জাতির বহুল প্রতিক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ হতে যাচ্ছে। দেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট উ‍ৎক্ষেপণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নগরের সার্কিট হাউস ও জিইসি মোড়ে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি বৃহস্পতিবার (১০ মে) দিনগত রাত ২টার দিকে প্রদর্শন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানটি নগরের সার্কিট হাউজ, জিইসি মোড়, সকল উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষেও সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময়সূচি

আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।