মানবাধিকার কমিশন সদর দফতরে সম্প্রতি প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমিনুল হক বাবুকে চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতির পাশাপাশি বিএইচআরসির ডেপুটি গভর্নরের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আমিনুল হক বাবু দেশ এবং বিদেশে মানবাধিকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা ছাড়াও চট্টগ্রাম অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, মহানগর এবং কক্সবাজার জেলার মানবাধিকার কার্যক্রম তদারকি করতে পারবেন।
মানবাধিকার কমিশন বিশ্বাস করে আমিনুল হক বাবুর নেতৃত্বে মানবাধিকার কার্যক্রম বেগবান হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রমের প্রসার ঘটবে।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মে ০২, ২০১৮
জেইউ/টিসি


