ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন মাসের বাচ্চা পেটে নিয়ে ঢালাইয়ের কাজ করেছি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, মে ১, ২০১৮
তিন মাসের বাচ্চা পেটে নিয়ে ঢালাইয়ের কাজ করেছি পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করলে মজুরি কম নার্গিসের। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চোখে-মুখে চিন্তার ভাঁজ। হাতে কোদাল আর ঝুড়ি। মালিক-কর্তা কেউ আসলে ছুটে যাচ্ছেন তিনি। সব পুরুষকে কেনা হচ্ছে। কিন্তু অবিক্রীত রইলেন শুধু তিনিই। কারণ তিনি যে নারী।

মঙ্গলবার (০১ মে)  নগরের চকবাজার এলাকার নারী শ্রমিক নার্গিস বেগমের সঙ্গে দেখা। তিনি পেশায় একজন দিনমজুর।

 দিনে আনেন দিনে খান। ৮-৯ ঘণ্টা কাজ করেন প্রতিদিন।

চকবাজার কাঁচাবাজার মোড়ে বিভিন্ন দোকানের সামনের ছোট্ট ছোট্ট জায়গায় শ্রমিকদের জটলা থাকে সপ্তাহের সাত দিন। সেখানে অন্যান্য শ্রমিকের মতো নার্গিসও একজন। তাদের দরকষাকষি করে নিয়ে যান মালিক-কর্তারা। এ হাট চলে সকাল ১০টা পর্যন্ত।

মে দিবস উপলক্ষে কথা হয় নার্গিস বেগমের (৪০) সঙ্গে। এ পেশায় তিনি ১২ বছর। স্বামী মারা গেছেন ৮ বছর আগে। ঘরে এক ছেলে, এক মেয়ে। তাদের বাড়ি রাঙামাটির কলেজ গেটে। কাজের খোঁজে তিনি চট্টগ্রাম শহরে এসেছেন ১২ বছর আগে। বর্তমানে থাকেন ডিসি রোডের মিয়া বাপের মসজিদ এলাকায়।

পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করলে মজুরি কম নার্গিসের।   ছবি: সোহেল সরওয়ার

আক্ষেপ নিয়ে তিনি বাংলানিউজকে জানান, মালিক-কর্তারা নারীকে শ্রমিক হিসেবে নিতে চায় না। কারণ তারা মনে করেন নারীরা পুরুষের চেয়ে কাজ কম পারে। এ জন্য তারা সপ্তাহের বেশির ভাগ দিন কাজ পান না।

তিনি বলেন, ‘যে সব মাঝি (শ্রমিক সর্দার) আমাদের কাজে নিয়ে যান তাদের অতিরিক্ত টাকা দিতে হয়। ৫০০ টাকায় নিয়ে গেলে ৫০ বা ১০০ টাকা মাঝিকে দিয়ে দিই। ’

তার ছেলে সন্তান যখন পেটে আসে তখনও শ্রমিকের কাজ করেছেন এ নারী। তিনি বলেন, ‘আমি যখন গর্ভবতী হই তখন আমার স্বামী মারা যান। ছেলে সন্তান যখন পেটে তিন মাস তখন বাসায় চাল-ডাল কিছুই ছিল না। বাধ্য হয়ে এক মাঝিকে অনুরোধ করে ৪০০ টাকায় কাজ নিই। ’

তিনি যখন কথাগুলো বলছিলেন তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। শেষ বাক্য ছিল- ‘ভাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে অন্যান্য মেয়ের মতো সৎ পথে টাকা আয় করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ০১, ২০১৮
জেই্উ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।