ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আকাশে এক ঝাঁক পাখির উন্মুক্ত বিচরণ’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
‘আকাশে এক ঝাঁক পাখির উন্মুক্ত বিচরণ’ সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করেন চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম: ‘আকাশে এক ঝাঁক পাখির উন্মুক্ত বিচরণ’ থিমের আলোকে নগরের চট্টগ্রাম নেভাল এভিনিউর দক্ষিণ পাড়-উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকার সড়ক দ্বীপে সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্ম‍াণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রকল্পটির উদ্বোধন করেন।

এসময় সিটি মেয়র বলেন, ‘পুরো নগরের সড়ক দ্বীপ, ডিভাইডারসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে সৌন্দর্যবর্ধনের কাজ করার লক্ষে ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এ সৌন্দর্যবর্ধন কাজে সহায়তা করার জন্য বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

সৌন্দর্যবর্ধনে শিল্প, ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দর নগর বিনির্মাণ আরও সহজতর হয়ে উঠবে বলেও মত প্রকাশ করেন তিনি।

উদ্বোধকালে চসিকের কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, প্রথম আলোর আবাসিক সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, বার্জার পেইন্টস জেনারেল ম্যানেজার (মার্কেটিং) সাদেক নেওয়াজ, রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, হেড ইন্ডাস্ট্রিয়াল (মেরিন ও স্পেশাল কোটিং) সৈয়দ নাসিম ও চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে পার্ল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।