ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিথ্যা ঘোষণায় আনা ৩ ট্রাক কসমেটিকস আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
মিথ্যা ঘোষণায় আনা ৩ ট্রাক কসমেটিকস আটক চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় ইন্দোনেশিয়া থেকে আনা তিন ট্রাক কসমেটিকস আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।   

বুধবার (১৮ এপ্রিল) সিঙ্গাপুর বন্দর থেকে কটনবল ও আর্টিফিশিয়াল ওয়েক্স ঘোষণায় আসা একটি কনটেইনার থেকে পণ্যসামগ্রী সিঅ্যান্ডএফ এজেন্ট এএনজে ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাকে ভরে খালাসের সময় যাওয়ার সময় আটক করা হয়।  

রোববার (২২ এপ্রিল) চালানটির কায়িক পরীক্ষার সময় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় কাস্টম কর্মকর্তারা।

   

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, কটনবল ও আর্টিফিসিয়াল ওয়েক্স ঘোষণা দিয়ে চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এক কনটেইনার পণ্য খুলে তিনটি ট্রাকে তোলা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়।

বর্তমানে পণ্যভর্তি ট্রাকগুলো বন্দর হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন করবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।