ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাছ লাগিয়ে সবুজ বিপ্লবে অংশ নেয়ার পরামর্শ বনমন্ত্রীর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
গাছ লাগিয়ে সবুজ বিপ্লবে অংশ নেয়ার পরামর্শ বনমন্ত্রীর গাছ লাগিয়ে সবুজ বিপ্লবে অংশ নেয়ার পরামর্শ বনমন্ত্রীর

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুযায়ী একটি করে হলেও গাছ লাগিয়ে সবুজ বিপ্লবে অংশ নেওয়ার কথা জানিয়ে পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এগিয়ে গেছে বাংলাদেশ।’

সোমবার (১৬ এপ্রিল) হাটহাজারীতে চট্টগ্রাম বন গবেষণা ইনষ্টিটিউটের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসময় দেশের বিভিন্ন এলাকায় বন গবেষণা ইনস্টিটিউট বনায়নের ভূমিকা রাখার কথাও জানান।

চট্টগ্রাম বন গবেষণা ইনষ্টিটিউটের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মো. আবুল মনসুরের নেতৃত্বে মতবিনিময় সভায় সংগঠনের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

মতবিনিময়কালে সংগঠনের সমিতির সাধারন সম্পাদক মো. ইয়াছিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।