ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে সুলতানা কামাল শিশুপার্ক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
চবিতে সুলতানা কামাল শিশুপার্ক সুলতানা কামাল শিশুপার্ক উদ্বোধন করেন চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে নবনির্মিত শহীদ সুলতানা কামাল শিশুপার্ক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় পার্কের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এ ছাড়া চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  মো. বজল হক, প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন উপস্থিত ছিলেন।

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের সহধর্মিণী শহীদ সুলতানা কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়াজগতের উজ্জ্বল নক্ষত্র। ক্রীড়া ক্ষেত্রে তার অমর কীর্তি ও গৌরব চির অম্লান করে রাখার জন্য শিশুদের জন্য এ পার্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮

জেইউ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।