ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যারা জঙ্গি কার্যক্রম চালায় তারা দেশদ্রোহী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
যারা জঙ্গি কার্যক্রম চালায় তারা দেশদ্রোহী বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে বক্তারা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় তারা দেশদ্রোহী।

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা-ছাত্র সমাবেশে বক্তারা এ কথা বলেন।  

রোববার (৮ এপ্রিল) বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। অ্যাডভোকেট মুহাম্মদ দিদার আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এসএম মাহবুবুল ইসলাম টুকু, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর,হাটহাজারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আমান উল্লাহ, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, ভাইস প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান নেজামী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সুচিন্তা বাংলাদেশ সুহৃদ মুক্তিযোদ্ধার সন্তান জাহেদুল ইসলাম চৌধুরী, বেলছড়ি ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এসএম জামাল উদ্দীন, মহিলা সদস্য নুর তাজ বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad