ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের হেলপার থেকে কোটিপতি ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
বাসের হেলপার থেকে কোটিপতি ব্যবসায়ী আটক ড্রাইভার নুরুল হুদা ও মোহাম্মদ করিম

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৭ এপ্রিল) দিনগত রাতে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ড্রাইভার নুরুল হুদা (৩৯) ও মোহাম্মদ করিম (২৭)। আটক করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার।

পুলিশ জানান, একসময় গাড়ির হেলপার হিসেবে কাজ করলেও ইয়াবা বিক্রি করে কোটিপতি ব্যবসায়ী বনে যান নুরুল হুদা। বর্তমানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি কার ও মাইক্রোবাস।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর ২ নম্বর গেইট জিন্নুরাইন কনভেনশন সেন্টারের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি প্রাইভেট কারে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) অলক বিশ্বাস জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে শ্যামলী গাড়ির হেলপার হিসেবে কাজ করার সময় টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতো। পরে চাকরি ছেড়ে ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।