ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩৪৮৮ শিক্ষার্থীকে বিনাবেতনে পড়ার সুযোগ দিলো শিক্ষাবোর্ড

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
৩৪৮৮ শিক্ষার্থীকে বিনাবেতনে পড়ার সুযোগ দিলো শিক্ষাবোর্ড চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩ হাজার ৪৮৮ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। এরমাধ্যমে মেধাবৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীরা সরকারি অনুদানপ্রাপ্ত যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ হলো।
 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে মেধাবৃত্তির তালিকাটি প্রকাশ করা হয়েছে। মেধা বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৮২৪ জন ট্যালেন্টফুল ও ২ হাজার ২৬৪ জনকে সাধারণ বৃত্তির তালিকায় রাখা হয়েছে।


 
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ট্যালেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত ৮২৪ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ৈর শিক্ষার্থী সুদীপ্ত চক্রবর্তী, দ্বিতীয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের জগজিত দেব প্রান্ত এবং তৃতীয়স্থানে রয়েছে সেন্টপ্লাসিড হাইস্কুলের অরিন্দম চৌধুরী।
 
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব মো. শওকত আলম বাংলানিউজকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় জেএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে উত্তীণ চট্টগ্রামের ৩ হাজার ৪৮৮ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হচ্ছে।
এরমধ্যে ট্যালেন্টফুল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৮২৪ জন ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ২৬৪ জন এককালীন অনুদান পাবেন। পাশাপাশি মাসিক হারে ২ বছর বৃত্তির টাকা পাবেন। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীরা সরকারি অনুদানপ্রাপ্ত যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে অধ্যয়ন করার সুযোগ পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কোন শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠ‍ান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
 
শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (http://bise-ctg.portal.gov.bd/) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
 
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ট্যালেন্টফুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম সদরে ৪০ জন, ডবলমুরিং থানায় ৩৯ জন, বন্দর থানায় ২৯ জন, পাঁচলাইশ থানায় ৩২ জন, চাঁন্দগাও থানায় ২৯ জন, পাহাড়তলী থানায় ২৬ জন, লোহাগাড়া থানায় ২২ জন, সন্দ্বীপ থানায় ১৮ জন, হাটহাজারী থানায় ৩৮ জন, সীতাকুণ্ড থানায় ২৬ জন, ফটিকছড়ি থানায় ৩৮ জন, বাঁশখালী থানায় ২৪ জন, বোয়ালখালী থানায় ১৮ জন, মিরসরাই থানায় ৩০ জন, আনোয়ারা থানায় ২২ জন, সাতকানিয়া্ থানায় ৩০ জন, রাউজান থানায় ৩০ জন, পটিয়া থানায় ৪০ জন,, চন্দনাইশ থানায় ২০ জন, রাঙ্গুনিয়া থানায় ২৬ জন, বাকলিয়া থানায় ৪ জন, বায়েজিদ বোস্তামী থানায় ২ জন, কক্সবাজার সদরে ২৬ জন, রামু থানায় ১১ জন, চকরিয়া থানায় ৩২ জন, কুতুবদিয়া থানায় ৮ জন, মহেশখালী থানায় ১৫ জন, উখিয়া থানায় ১৪ জন, টেকনাফ থানায় ১০ জন, পেকুয়া থানায় ৮ জন।
 
এছাড়াও অন্য বৃত্তিপ্রাপ্তরা তিন পাবর্ত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা থানার।
      
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।