ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোরারগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
জোরারগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার নাশকতার ঘটনায় গ্রেফতার জামায়াত নেতা খায়রুল ইসলাম ওরফে মারুফ খায়ের

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত জামায়াত নেতা খায়রুল ইসলাম ওরফে মারুফ খায়েরকে গ্রেফতার করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বারইয়াহাট পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, খায়ের একসময় জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা অঞ্চলের শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।

তার বিরুদ্ধে ২০১৪ সাল থেকে মহাসড়কে একের পর এক নাশকতার ঘটনায় জড়িত থাকা এবং সম্প্রতি খালেদা জিয়ার কক্সবাজার সফরকালে মহাসড়কে গোলযোগ সৃষ্টির ঘটনায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বারইয়াহাট পৌর বাজার এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের নেতৃত্বে সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ ও এসআই দীনেশসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জাহিদুল কবির বাংলানিউজকে জানান, খায়েরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৪ সালে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘটিত নাশকতার ঘটনায় ইন্ধন এবং অর্থদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সোমবার (৯ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।           

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।