ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দাওয়াত নিয়ে মেয়রের দফতরে সিডিএ চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
দাওয়াত নিয়ে মেয়রের দফতরে সিডিএ চেয়ারম্যান মেয়র নাছির উদ্দিনের দফতরে সিডিএ চেয়ারম্যান ছালাম। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সমঝোতা স্মারক সই হচ্ছে সোমবার (৯ এপ্রিল)।

এ অনুষ্ঠানের দাওয়াত নিয়ে নগর ভবনে মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। নানা ইস্যুতে দুই প্রতিষ্ঠান প্রধানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

রোববার (৮ এপ্রিল) দুপুরে মেয়রের দফতরে আসেন  সিডিএ চেয়ারম্যান।   এ সময় হাসিমুখে অভ্যর্থনা জানান মেয়র।

  তারপর দুইজনে একান্তে কিছুক্ষণ কথাবার্তা বলেন।  

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বাংলানিউজকে বলেন, রাত ১২টার দিকে ছালাম ভাই (সিডিএ চেয়ারম্যান) ফোন দিয়ে বলেছিলেন দেখা করতে আসবেন। তিনি জলাবদ্ধতা প্রকল্পের সমঝোতা স্মারক সইয়ের দাওয়াত নিয়ে এসেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অবশ্যই ওই অনুষ্ঠানে যাব।

এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, নগরীর সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান সমন্বয় করবে সিটি করপোরেশনের সঙ্গে। এ সমন্বয় যত বেশি হবে তত উন্নয়ন প্রকল্পগুলো টেকসই হবে, জনদুর্ভেোগ লাঘব হবে, পরিকল্পিত নগরী গড়ে উঠবে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বাংলানিউজকে বলেন, ‘সেনাবাহিনীর সাথে এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী সোমবার থেকে চট্টগ্রামের সর্ববৃহৎ একক প্রকল্পের দুয়ার খুলবে।  ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা হলে আগামী ৫ বছরে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।