ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাতিয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে এমভি মনিরুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
হাতিয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে এমভি মনিরুল হক

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক নির্দিষ্ট সময়ে তিন ঘণ্টা পরও গন্তব্যে পৌঁছতে পারেনি। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৯টায় সদরঘাট থেকে প্রায় আড়াইশ যাত্রী নিয়ে ছেড়ে যায় জাহাজটি। কিন্তু দুপুরের পর থেকে জাহাজের ইঞ্জিনে একাধিকবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

ফলে বিকেল পাঁচটায় হাতিয়া ঘাটে পৌঁছার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত পৌঁছতে পারেনি।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, জাহাজটি বর্তমানে হাতিয়ার কাছাকাছি রয়েছেন।

ভাটার কারণে চলতে পারছে না। রাত ১১টার দিকে ঘাটে পৌঁছতে পারে বলে আশা করছেন তারা।

 বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (যাত্রী) ফয়সাল মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, দুই শতাধিক যাত্রী নিয়ে সোমবার সকাল ৯টায় জাহাজটি ছেড়ে যায়। কিন্তু দুপুরের পর থেকে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে শুরু করে।

তিনি বলেন, অন্তত তিন বার জাহাজের ইঞ্জিন বিকল হয়। মেরামত করে যাত্রীদের নিয়ে হাতিয়ার দিকে যাচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে ২ ঘণ্টা দেরিতে পৌঁছবে। যাত্রীরা নিরাপদে রয়েছে।  

বাংলাদেশ সময়:২১২৬ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮ 

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।