ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালেদা-তারেক ছাড়া অন্য নেতার নামে স্লোগান নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
খালেদা-তারেক ছাড়া অন্য নেতার নামে স্লোগান নয় খালেদা-তারেক ছাড়া অন্য নেতার নামে স্লোগান নয়, ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা জনসভা সুশৃঙ্খলভাবে সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কোন নেতার নামে স্লোগান না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জনসভার মঞ্চ প্রস্তুতির কাজ পরিদর্শনে এসে এ নির্দেশনা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শৃঙ্খলা রক্ষায় কেবল ২০ জন শীর্ষ নেতা মঞ্চে থাকবেন বলেও জানিয়ে দেন তিনি।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এস সাইফুল ইসলাম, ইয়াছিন চৌধুরী লিটন, যুবদল নেতা মোশাররফ হোসেন দিপ্তী, ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, জনসভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কারও নামে স্লোগান দেওয়া যাবে না।

বক্তব্য দেওয়ার সময় কোন স্লোগান হবে না। বক্তাদের কথা মনযোগ দিয়ে শুনতে হবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ সভা সম্পন্ন করতে হবে।

লালদীঘির মাঠে জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা মাঠ ব্যবহারের অনুমতিও নিয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। অথচ সেখানে সরকারি দলের একাধিক অনুষ্ঠান হয়েছে। কোন গণতান্ত্রিক দেশে প্রশাসনের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

লালদীঘি মাঠে জনসভার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহম্মদ সড়কেই জনসভা করতে হচ্ছে বিএনপিকে। জনসভার অনুমতির জন্য বিএনপি নেতারা বুধবার দিনভর অপেক্ষা করলেও রাত ১০টার পরে পুলিশের পক্ষ থেকে নুর আহম্মদ সড়কে সভার অনুমতির বিষয়টি জানানো হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ফলে বৃহস্পতিবার সকাল থেকেই জনসভার প্রস্তুতি শুরু করতে হয়।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বেলা ২টার আগেই প্রস্তুতি সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এদিকে জনসভায় অংশ নিতে এরই মধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.মঈন খান। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।

বাংলাদেশ সময়: ১৩৩৬ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।