[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

দৃষ্টিনন্দন নকশায় তৈরি হচ্ছে কদলপুরের মসজিদটি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১২ ৩:৫৮:১৬ এএম
রাউজান উপজেলার কদলপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন অতিথিরা

রাউজান উপজেলার কদলপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন অতিথিরা

চট্টগ্রাম: রাউজান উপজেলার কদলপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ দৃষ্টিনন্দন নকশায় নতুনভাবে নির্মিত হচ্ছে।

শুক্রবার (৯ মার্চ) মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। উদ্বোধক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।

উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোহসিন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, প্রকৌশলী আনিসুর রহমান, স্থপতি তারেক হোসেন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ-সভাপতি মোহাম্মদ আলী, সমাজসেবক ইরফান আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান এসএম ফারুক, রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, আবুল মনছুর চৌধুরী, ফরহাদ উদ্দিন আহমেদ চৌধুরী, ফাহিম উদ্দিন শাহ, জসিম উদ্দিন চৌধুরী, ফরহাদুর রহমান চৌধুরী, সেলিম উদ্দিন, খোরশেদুল আলম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, নাছির উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮

এআর/টিসি

  

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa