ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চেরাগিতে ২০ দোকানের অবৈধ অংশ উচ্ছেদে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
চেরাগিতে ২০ দোকানের অবৈধ অংশ উচ্ছেদে চসিক চেরাগিতে ২০ দোকানের অবৈধ অংশ উচ্ছেদে চসিক

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিযানে ২০টি ফুলের দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ ও ৪৬ হাজার টাকা জরিমানা আদায় ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মার্চ) সকালে নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে দেন চসিকের স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার।

চসিক সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল করে চেরাগী পাহাড় এলাকায় রাস্তার উপর ফুলের দোকানের মালামাল স্তুপ করে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছিল।

এর দায়ে চেরাগী হোটেলকে ৫ হাজার, নিউ স্টার ফুলের দোকানকে ২ হাজার, অপরাজিতা ফুলের দোকানকে ২ হাজার, হেভেন ফ্লাওয়ারকে ২ হাজার, স্টার পুষ্পাকে ২ হাজার, রেশমা পুষ্প বিতানকে ২ হাজার, ফ্লাওয়ার গার্ডেনকে ২ হাজার, রীমা ফুলের দোকানকে ২ হাজার, অতিথি ফ্লাওয়ারকে ২ হাজার, শর্মিষ্ঠা ফ্লাওয়ারকে ১ হাজার, শাহ মজিদিয়া পুষ্প কেন্ডকে ২ হাজার, সান ফ্লাওয়ারকে ৫ হাজার, রোজ সাজ পুষ্প বিতানকে ২ হাজার, শাহ জালাল পুষ্পকে ২ হাজার, সিলসিলা পুষ্প বিতানকে ২ হাজার, খাজা পুষ্প বিতানকে ২ হাজার, এনবি পুষ্প বিতানকে ২ হাজার, কৃষ্ণচুড়া পুষ্প বিতানকে ২ হাজার, চেরাগী ডিপার্টমেন্ট স্টোরকে ৩ হাজার ও আজাদ ডিজিটাল কেয়ার সেলুনকে ২ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad