[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ কার্তিক ১৪২৫, ১৮ অক্টোবর ২০১৮
bangla news

পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১১ ৪:৫২:৫৬ এএম
পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রাম: নগরীর লালদীঘি মাঠে আগামী ১৫ মার্চ জনসভার আয়োজন করছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। জনসভার বিষয়ে কথা বলতে রোববার দুপুরে নগর পুলিশ কমিশনার মো.ইকবাল বাহারের সঙ্গে দেখা করেছেন সাত সদস্যের প্রতিনিধি দল। 

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এম এ আজিজ, উত্তর জেলা বিএনপি নেতা চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু।

বৈঠকে উপস্থিত নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বাংলানিউজকে জানান, দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ নগরীর লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেছি। এরই মধ্যে মাঠ বরাদ্দ নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছি।

তিনি বলেন, পুশিল কমিশনারও আমাদের আশ্বস্থ করেছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা দেবে না।

চাকসু ভিপি নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। জনসভার বিষয়টি আন্তরিকভাবে দেখবেন বলে আমাদের আশ্বস্থ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ঘণ্টা, মার্চ ১১, ২০১৮

এমইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa