ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাটা হচ্ছে অর্ধশতবর্ষী রেইনট্রি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
কাটা হচ্ছে অর্ধশতবর্ষী রেইনট্রি একটু সদিচ্ছা থাকলেই রক্ষা পেত বিশালকার গাছটি। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের নতুন ফটক নির্মাণের জন্য কাটা হচ্ছে অর্ধশতবর্ষী রেইনট্রি।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল থেকে গাছটির ডাল-পালা কাটা শুরু হয়। শুক্রবার শেষ হবে পুরো নিধনযজ্ঞ।

স্থানীয় লোকজন বলছেন, একটু সদিচ্ছা থাকলেই রক্ষা পেত বিশালকার গাছটি।

গাছ কাটার কাজে নিয়েজিত শ্রমিকেরা জানান, দিনমজুর হিসেবে গাছটি কাটতে এসেছেন তারা।

এর বেশি কিছু জানেন না।

সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বাংলানিউজকে জানান, অফিসের পুরোনো ফটকটি ভেঙে গেছে। অফিসের নিরাপত্তার কারণে নতুন বড় গেট লাগানো হবে। তাই গাছটি কাটতে হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। তা ছাড়া রেইনট্রি’র বাজার মূল্যও তেমন নেই। বর্ষা শুরু হলেই আমরা বৃক্ষরোপণ শুরু করব।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮

ইউকেডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।