[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

দুর্বৃত্তের আগুনে পুড়ল টেকনাফের সংরক্ষিত বন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৮:২৮:৪৪ এএম
দুর্বৃত্তের আগুনে পুড়ল টেকনাফের সংরক্ষিত বন

দুর্বৃত্তের আগুনে পুড়ল টেকনাফের সংরক্ষিত বন

চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তদের দেওয়া আগুনে বন বিভাগের সংরক্ষিত বনের প্রায় ২৮ হাজার একর জায়গার অন্তত ৪০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে প্রশাসন এ ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে।  

বৃহস্পতিবার (৮ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলা পরিষদের পশ্চিমে সংরক্ষিত বনের নুর আহমদের ঘোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।

প্রণয় চাকমা বলেন, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সংরক্ষিত বনে আগুন লাগার খবর স্থানীয়দের কাছ থেকে পাওয়ার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় বিশাল পাহাড়ি এলাকাজুড়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

প্রণয় চাকমা জানান, পাহাড়ি এলাকায় একই সঙ্গে বেশকিছু জায়গায় আগুন লাগার ঘটনাটি প্রশাসন প্রাথমিকভাবে নাশকতা বলে ধারণা করলেও তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সুত্রে জানা গেছে, টেকনাফের সদর ইউনিয়নের নুর আহম্মদ ঘোনার বন্যপ্রাণী অভয়ারণ্যে দুপুর পৌনে একটার দিকে আগুন লাগার খবর পেয়ে টেকনাফ ফায়ার স্টেশন অফিসার কৃতি রঞ্জন বড়ুয়ার নেতৃত্বে দুটি গাড়ি পাঠানো হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন তারা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa