ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অটিস্টিক শিশুদের ‘ভালোবাসা দিবস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
অটিস্টিক শিশুদের ‘ভালোবাসা দিবস’ অটিস্টিক শিশুদের ‘ভালোবাসা দিবস’

চট্টগ্রাম: ভালোবাসা দিবসে অটিস্টিক শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের মাধ্যমে অন্যরকম আয়োজন করেছে ফিল অটিস্টিক রিহ্যাবিলেশন স্কুল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক ফয়’স লেকে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে অ্যালাক্রিটি ফর পোভারিটি অ্যানিভিয়েশন ইন বাংলাদেশ (অ্যাপাব) পরিচালিত অটিস্টিক স্কুলের ৪০ শিক্ষার্থী দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন।

আনন্দ ভ্রমণে অটিস্টিক শিশুদের সঙ্গে অ্যাপাবের নির্বাহী পরিচালক ইক মো জাং ও প্রকল্প পরিচালক জনাব বাইং হান চৈ ।

ভালোবাসা দিবস উপলক্ষে হাটহাজারী থেকে সকাল ১০টার দিকে অটিস্টিক শিশুদের ফয়’স লেকে নিয়ে আসা হয়।

কনকর্ড গ্রুপের সৌজন্যে তাদের পার্কের সব রাইড ও লেক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়। এ সময় অটিস্টিক শিশুরা প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।