ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ভালো থাকতে নিজেকে ভালোবাসুন‍'

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
‘ভালো থাকতে নিজেকে ভালোবাসুন‍' চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অপরকে সম্মান দেখান, দয়া দেখান। তবে আপনি নিজের প্রতি কতটুকু দয়াবান? সেই প্রশ্ন রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ভালো থাকার জন্য নিজের প্রতি করুণা, মায়া দেখানোটা বেশি জরুরি। এই জন্য অপরকে ভালোবাসার আগে নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে অপরের মত ভালোবাসতে শিখুন। তবেই আপনি ভালো থাকবেন।’

ভালোবাসা দিবস উপলক্ষে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা প্রতিনিয়ত নিজেকে নিয়ে অনেক সমালোচনা করি।

সেটি যে যথেষ্ট ক্ষতির কারণ হচ্ছে সেই বিষয়টি কী কখনো ভেবেছি?এই জন্য নিজেকে ভালোবাসলে আপনার নিজের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটবে। বিভিন্ন ধর্ম গ্রন্থেও নিজেকে ভালোবাসার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন।

আধুনিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে ভালোবাসার বিবল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের জন্য, সমাজের জন্য ও পরিবারের জন্য মানবিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হলে ভালোবাসতে হবে। এই ভালোবাসা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিতে হবে। তবেই ভালোবাসা নামক শব্দটা পূর্ণটা পাবে। ’

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন ভালোবাসা দিবসের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয়না। মানুষের হৃদয়ে ভালোবাসা থাকবে প্রতিদিনে, প্রতিসময়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমার কাছে প্রতিটি দিনেই ভালোবাসা দিবস। আমি প্রতিদিনিই পরিবার-পরিজন ও শিক্ষার্থীদেরকে ভালোবাসার বন্ধনে আকড়ে ধরার চেষ্টা করছি। আমাদের ভালোবাসা যেনো কোনো লোক দেখানো না হয়। ’

একই বক্তব্য বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বায়জিদ ইমন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একই বর্ষেরি শিক্ষার্থী মিজানুর রহমানের।

তবে যুগলদের মধ্যে কেউ কেউ ভালোবাসার জন্য বিশেষ দিবসের প্রয়োজন আছে বলে মনে করেন। কারণ তারা মনে করেন, ওই বিশেষ দিনে কিছু বিশেষ মুহূর্ত ধরা দেয়। ভুল-ত্রুটি শুধরিয়ে নতুন করে পখ চলার প্রেরণা জোগায়।

বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের শিক্ষাথী এনাম হোসেন বাংলানিউজকে বলেন, ‘ভালোবাসা প্রতিদিনের, সেটা ঠিক আছে। তবে বিশেষ দিনেরও প্রয়োজন আছে। কারণ ওই দিনে আগের করা ভুল-ত্রুটিগুলো শুধরিয়ে সামনে নতুন করে পথ চলার শপথ নেওয়া যায়। ’

বাংলাদেশ সময়:১৯৪৩ ঘণ্টা. ফেব্রুয়ারি ১৩, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।