[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৯ ফাল্গুন ১৪২৫, ২১ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

পায়ে শেকল, আগুনে পুড়ে অঙ্গার হলো নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-১৪ ৭:১৩:০৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম: গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে শামসুন নাহার (৩০) নামে পায়ে শেকল বাঁধা অবস্থায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর চান্দগাঁও রাস্তার মাথা এলাকার পল্টন বাড়িতে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবরে আগ্রাবাদ ও চান্দগাঁও ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মানসিক ভারসাম্যহীন এক নারী পুড়ে মারা গেছেন।

তিনি আরও জানান, পায়ে শেকল বাঁধা থাকায় ওই নারী ঘরের ভেতর থেকে বের হতে পারেন নি। আগুনে চার জন মালিকের ৪টি বসতঘর পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

এসবি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache