[x]
[x]
ঢাকা, বুধবার, ৩০ কার্তিক ১৪২৫, ১৪ নভেম্বর ২০১৮
bangla news

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় শিক্ষকসহ বহিষ্কার ৩৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-১৩ ১১:৩৬:৪২ এএম
চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় শিক্ষকসহ বহিষ্কার ৩৯

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় শিক্ষকসহ বহিষ্কার ৩৯

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বনের দায়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)  পাঁচ শিক্ষকসহ ৩৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম বাংলানিউজকে জানান, এসএসসির দশম দিনের পরীক্ষায় শিক্ষকসহ ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে প্রশ্নফাঁসের দায়ে ৩৩ জন ও অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারের অভিযোগে মাটিরাঙার বিদ্যুৎ উন্নয়নবোর্ড কেন্দ্রে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।   

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগে স্মার্টফোনের মাধ্যমে প্রশ্নফাঁসের দায়ে ৩৩ জনকে আটক করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। এরমধ্যে নগরীর বাওয়া স্কুল কেন্দ্রে ২৪ জন, পুলিশ লাইন্স ইনস্টিটিউট কেন্দ্রে ২ জন, ফটিকছড়ির এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের সকলকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

এসবি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db