[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

সিআইইউতে বসন্ত উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-১৩ ১০:০২:২৯ এএম
সিআইইউতে বসন্ত উৎসব

সিআইইউতে বসন্ত উৎসব

চট্টগ্রাম: চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিতে বসন্ত উৎসবে মেতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ উৎসবের আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ ফ্যাকাল্টি ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের দুই কৃতি শিক্ষার্থী।

বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে ইংরেজি বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভাগের ফ্যাকাল্টিরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা দেশিয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে এধরণের উদযাপনের উদযাপনের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আবহমান বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে বসন্ত আসে আবেগঘন বর্ণিল আনন্দ বার্তা নিয়ে।

ঋতুরাজ বসন্তের অপরুপ সৌন্দর্যে প্রকৃতি যেন এক নতুন রূপ লাভ করে। চিরাচরিত বাংলার এ অপরূপ সৌন্দর্যকে ধারণ করে দেশের প্রতি আরো বেশি কর্তব্যপরায়ণ হতে হবে।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সার্সেনরড্রিক্স, সহকারী অধ্যাপক রিফাত তাসনিম, সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, প্রভাষক শাকিলা মোস্তাক, আশিকুর রহমান, লিমা সেন গুপ্ত, উম্মে হানি পিংকি, নসিহউল ওয়াদুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

এমইউ/টিসি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db