ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডা. ছৈয়দুর রহমান চৌধুরী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ডা. ছৈয়দুর রহমান চৌধুরী আর নেই

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, ভাষা সৈনিক, বহু আন্দোলন ও সংগ্রামের অগ্রসৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. ছৈয়দুর রহমান চৌধুরী আর নেই।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এশার নামাজের পর এনায়েত বাজার বাটালি রোডের রেলওয়ে স্কুলমাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

 

ডা. ছৈয়দুর রহমান চৌধুরী জননেতা এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী, শেখ মুজাফফর আহমদ, আমির হোসেন দোভাষ ও এমএ মান্নানের সহযোদ্ধা ছিলেন।

তার মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এক শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।