ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইস্পাহানির সাবেক কর্মকর্তা কামাল উদ্দিন খানের মৃত্যু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ইস্পাহানির সাবেক কর্মকর্তা কামাল উদ্দিন খানের মৃত্যু

চট্টগ্রাম: ইস্পাহানি গ্রুপের সাবেক কর্মকর্তা কামাল উদ্দিন খান মারা গেছেন।  (ইন্নালিল্লাহে ..........রাজিউন)। 

রোববার (১৪ জানুয়ারি) রাতে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রয়াতের বড় সন্তান ইফতেখার কামাল খান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য।

 

আরেক সন্তান নসরু কামাল খান উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাম প্রগতিশীল রাজনীতিবিদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী হারুনুর রশীদ ছিলেন কামাল উদ্দিন খানের মামা।

তাঁর বাড়ি পটিয়া উপজেলার মনসা গ্রামে।   তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

সোমবার সকাল ৯টায় নগরীর সার্সন রোডে প্রয়াতের বাসভবনের পাশে মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।   দুপুর ২টায় নিজ গ্রাম মনসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত ও সাধারন সম্পাদক মসিউদ্দৌলা এক যুক্ত বিবৃতিতে কামাল উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারি শফি এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্ত কামাল উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।