[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ কার্তিক ১৪২৫, ১৮ অক্টোবর ২০১৮
bangla news

বিপিজেএ: মনজুরুল সভাপতি, মোস্তাফিজ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১৪ ৬:০৬:৩৮ এএম
মনজুরুল আলম ও মুস্তাফিজুর রহমান

মনজুরুল আলম ও মুস্তাফিজুর রহমান

চট্টগ্রাম: বাংলাদেশ ফটোর্জানালিষ্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক সমর পত্রিকার ফটো এডিটর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম মঞ্জু সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশেনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়।

মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মঞ্জুর কাদের মঞ্জু।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. রাশেদ (দৈনিক সমকাল), যুগ্ম সম্পাদক মিয়া আলতাফ  (দৈনিক পূর্বকোণ), সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা (দৈনিক বণিক বার্তা), অর্থ সম্পাদক মো. হেলাল সিকদার (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), সহ অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন (দৈনিক কর্ণফুলী), প্রদর্শনী ও সংস্কৃতিক সম্পাদক সাইদুল আজাদ (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন ঝন্টু (ফোকাস বাংলা), প্রচার সম্পাদক আখতার হোসাইন (দৈনিক নয়াদিগন্ত) দপ্তর সম্পাদক এম হায়দার আলী (দৈনিক পূর্বদেশ), নির্বাহী সদস্য মাসুমুল হক (দৈনিক পিপলস ভিউ), এম এ হান্নান কাজল (দৈনিক নয়াবাংলা), বাচ্চু বড়ুয়া (চিটাগাং নিউজ), রাজু দিক্ষিত ( দৈনিক মানবজমিন)।

বাংলাদেশ সময়: ১৯০৭ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

এমইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache