[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৭ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

রমা চৌধুরীকে দেখতে গেলেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১২ ১১:১২:১৯ এএম
অসুস্থ রমা চৌধুরীর চিকিৎসার খোঁজ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অসুস্থ রমা চৌধুরীর চিকিৎসার খোঁজ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ‘একাত্তরের জননী’ খ্যাত অসুস্থ রমা চৌধুরীকে দেখতে গেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে মেয়র চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রমা চৌধুরীর সঙ্গে দেখা করেন।

মেয়র কিছু সময় এ লেখিকার শয্যা পাশে অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় আওয়ামী লীগ নেতা হাজি আহমেদ বেলাল, মহানগর যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, জামাল ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল ও সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত।

মোরশেদুল আলম বাংলানিউজকে জানান, রমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে মেয়র চিকি‍ৎসকের সঙ্গে পরামর্শ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাঁচতে চান রমা চৌধুরী, পাশে দাঁড়ানোর অনুরোধ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে 'একাত্তরের জননী' রমা চৌধুরী

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮

এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache