[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের একাডেমি ভবন উদ্বোধন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০৮ ১০:১১:৪৯ এএম
ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের একাডেমি ভবন উদ্বোধন

ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের একাডেমি ভবন উদ্বোধন

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর স্বাধীনতার সুফল পেতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের বাহ্যিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে।এতেই নতুন প্রজন্ম প্রেরণা পাবে।এগিয়ে যাবে দেশ, পুরণ হবে ভিশন টোয়েন্টির স্বপ্ন।

শনিবার (৫ জানুয়ারি) সকালে রাউজান উপজেলায় ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে এসএএস কর্পোরেশনের অর্থায়নে নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চট্রগ্রাম এসএএস কর্পোরেশনের সিইও মাসুক ইনতেজাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮

এসবি/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa