ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাস চাপায় দু’পা হারালেন ভিক্ষুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, জানুয়ারি ৬, ২০১৮
বাস চাপায় দু’পা হারালেন ভিক্ষুক

চট্টগ্রাম: বাস চাপায় দু পা হারাতে বসেছে সালাম (৪৫) নামের এক ভিক্ষুক, বাঁচার আশাও ক্ষীণ।

শনিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার দু পা-ই থেঁতলে গেছে।

পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য অহিদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ওই এলাকায় সড়কের পাশে ভিক্ষা করছিলেন সালাম।

এ সময় চয়েস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তার দু-পাই থেঁতলে যায়।

সালামের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে আলাউদ্দিন তালুকদার বলেন, তার দুটো পা-ই কেটে ফেলতে হবে। বেঁচে থাকার সম্ভাবণাও খুব কম।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।