ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে সংঘর্ষের পর হলের ২০ কক্ষ ভাংচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, জানুয়ারি ৪, ২০১৮
চবিতে সংঘর্ষের পর হলের ২০ কক্ষ ভাংচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির পর সোহরাওয়ার্দী হলের ২০টি কক্ষ ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা একটার দিকে এ ভাংচুরের ঘটনা ঘটে।

এর অাগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত শোভাযাত্রায় দাঁড়ানো নিয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে কিছুক্ষণ মুখোমুখি অবস্থানে থাকার পর অাবারও সংঘর্ষে লিপ্ত হন তারা।

 

এ সময় সোহরাওয়ার্দী হলে গিয়ে এক পক্ষের লোকজন অারেক পক্ষের কর্মীদের কক্ষ ভাংচুর করেন। খবর পেয়ে ভাংচুর হওয়া ওইসব কক্ষের ছাত্রলীগ কর্মীরা অপর পক্ষের কর্মীদের কক্ষ ভাংচুর করেন।

উভয় পক্ষের ১০টি করে ২০টি কক্ষ ভাংচুর হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলানিউজকে বলেন, 'সোহরাওয়ার্দী হলে ২০টি কক্ষ ভাংচুর হয়েছে। বিষয়টি অামরা খতিয়ে দেখছি। '

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।